মেইল সেবার ক্ষেত্রে আবারও পরিবর্তন আনল ইয়াহু। এ বছরের মধ্যে এটি ইয়াহুর দ্বিতীয় পরিবর্তন। এবারের পরিবর্তনে ইয়াহু মেইলে অনেকটাই গুগলের জিমেইলের মতো করে সাজিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
ইয়াহুর মেইল সেবা জিমেইলের সঙ্গে সাদৃশ্য আনার পেছনে রয়েছেন গুগল থেকে ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়া মারিসা মেয়ার। এর আগে গুগলে থাকার সময় তিনি জিমেইলের বেশ কিছু ফিচার নিয়ে কাজ করেছিলেন। এবারে ইয়াহু মেইলের ক্ষেত্রেও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছেন তিনি। থিম পরিবর্তনসহ মেইলগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে।
বিশ্বে মেইল সেবার দিক থেকে দ্রুত জনপ্রিয় হচ্ছে গুগলের জিমেইল। জিমেইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইয়াহু কর্তৃপক্ষ মেইলকে নতুন করে সাজিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।