আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পাচ্ছে সন্তান হত্যায় সহায়তাকারী সেই মা !

ব্রিটেনের সবচেয়ে ঘৃণিত মা হিসেবে কুখ্যাতি পাওয়া ট্রেসি কানলে জেল থেকে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন। নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার অভিযোগে এই মাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল ২০০৯ সালে মে মাসে।

নিজের শিশু সন্তান পিটারকে কমপক্ষে ৬০ টি ক্ষত চিহৃ নিয়ে যখন উদ্ধারকরা হয়েছিল তখন কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই অপরাধের পেছনে তার মা জড়িত থাকতে পারে। কিন্তু তদন্ত কর্মকাণ্ডের পর ট্রেসিকেই অভিযুক্ত করে শাস্তি দেয়া হয়েছিল। এদিকে মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ হয়েছে এমন ফলাফল আসায় তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারোল বোর্ড প্যানেলের সদস্যরা।

ডেইলি মিররের এক খবরের ট্রেসির মুক্তি পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমগুলো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.