আমাদের কথা খুঁজে নিন

   

‘ডিজিটাল কারচুপির পরিকল্পনা হচ্ছে’

বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়- এটা বুঝতে পেরে সরকার বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে। শতকরা ৫০ ভাগ ডিজিটাল কারচুপির জন্য সরকারি কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। ”
কথিত এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এই বিএনপি নেতা বলেন, “একতরফা নির্বাচনে শতকরা ১০ ভাগ ভোটারও কেন্দ্রে হাজির হবে না। ৬৪ জেলার মধ্যে ২৪টি জেলায় ভোট বাক্স নেয়া সম্ভব হবে না। অন্য ২৪টি জেলায় ভোট শেষে ভোট বাক্স ফিরিয়ে আনা সম্ভব হবে না।

বাকি ২০ জেলায় শতকরা ১০ ভাগ ভোট কাস্টিং হতে পারে। ’
“সেজন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হচ্ছে- ভোট কেন্দ্রে শতকরা ৫০ ভাগের ওপর ভোট কাস্টি দেখাতে হবে। ”
সরকারকে ‘একতরফা নির্বাচনের পথ’ থেকে সরে আসার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, এর পরিণতি ভালো হবে না। বিএনপি কোনোভাবেই ওই পরিকল্পনার বাস্তবায়ন হতে দেবে না।
তিনি বলেন, “জাতিসংঘসহ বন্ধুপ্রতিম দেশগুলো আজ বাংলাদেশের নির্বাচন হবে কি না- তা নিয়ে উদ্বিগ্ন।

দেশের মানুষও অনিশ্চিয়তার মধ্যে আছে। ”
সরকারের ‘এগুয়েমীর’ কারণে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসের মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে আসা বিএনপির এই নেতা।  
“তারা গায়ের জোরে আবার ক্ষমতায় আসার জন্য সংসদ বহাল রেখে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। জনগণের গণদাবিকে তারা তোয়াক্কা করছে না। ”
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজিরউদ্দিন জেহাদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।


এর আগে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ বিএনপি নেতারা দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করেন।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নাজিরউদ্দিন জেহাদ।
নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ঈদের পর সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান মোশাররফ।
জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি নব্বইয়ের ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেন, “২৫ অক্টোবরের পর থেকে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। এই সরকারের আয়ু শেষ।

তাদেরকে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নইলে গণ আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে। ”
আমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, শিরিন সুলতানা, হাবিবুল ইসলাম হাবিব আলোচনা সভায় বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.