আমাদের কথা খুঁজে নিন

   

এ যুগের রাধা-কৃষ্ণ

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম এযুগে কৃষ্ণের থাকেনা বাঁশি রাধার ভাব পোশাকে, পার্লারে সাজানো আঁখি। দুজনেরই হাতে থাকে সিমে ভরা এক-ই মোবাইল হাসি কাঁন্না গল্পে মাঝে মাঝে দাঁতে লাগে খিল- আর আত্নার বন্ধন প্রেমে হয় লুকোচুরি। পরিচয় পরিণয় ভালবাসা দেহ-মনে প্রেমের টানে যে লুকোচুরি, তাতে অনেক খেলাই চলে। কৃষ্ণের বৃন্দাবন এশহরে নাই; অভিজাত ভবন-ভূবনে আর দোতলা মেস-ঘরে, সময় সুযোগে চলে সম্ভোগ সোজ্জা। মিসকলেই দরজা খুলে যায় নিমেষে; আর উচ্ছ্বাস ভালোবাসা! হয়তো প্রেমের নামে সব চলে- আর মাঝে মাঝে লেকের জলেই চলে জলবিহার।

রাধার মনের যে আকুলতা দূর থেকে দূরে, কৃষ্ণ তার রাগ ভাঙতে পসরা বহন করে। মাঝে মাঝে লংড্রাইভে যাওয়া হয় দূরে, গোপন প্রিয়ার ভাব বুঝিতে লাল গোলাপ দিবে! হয়তো কোনো নতুন ছলে হাওয়ায় তারা দোলে- তাই কাছাকাছি থাকতে চাওয়া দোষের কিছু নাইরে। ভালবাসা ভাব-সাব হৃদয়ের অস্ফুট কথা, মনের গতির যে ভবিষ্যত ভাবনা হয়তো বিনিময় অর্থের সাথে; তবুও থাকে কাছে পাবার সুখ আকুলতা। গভীর রাতে কৃষ্ণ এখানেও রাধার ঘুম চেতনা জাগ্রত করে, আর মোবাইলে আলাপন জমিয়ে তোলে, কোথায় হবে আবার দেখা! কোথায় হবে মনের লেনদেন! হয়তো ভালোবাসার খেলা! আর এ খেলাতেই রঙিন হওয়া। হয়তো রাধা বিবাহিত শ্রীকৃষ্ণের রাঁধার মতো, আবেগের চাওয়া পাওয়া মিলনেই ক্ষত! প্রেমের এই বিরহে নিয়ম হলো ফাঁকি মনেরটানে সবই হবে এটাই হলো কৃষ্ণের দাবী।

ভ্রমরার মধু নিয়ে হবে কৃষ্ণের রতিদান সুখ পেয়ে বিরহীনি রাখবে জগতের মান। কেননা এই নিয়ে সৃষ্টির- জগতে চলছে নীলাখেলা, পৃথিবীর স্বর্গে চাওয়া পাওয়াই তো ভালোবাসা! হতে পারে এটা কীর্তন সত্যের লেশ এখানে নেই! আসলে বাস্তবে এমন যাকিছু ঘটে তাই রাঁধাকৃষ্ণের জীবন। হয়তো আমি যাকিছু ভাবি অনন্ত শান্তির শুভকামনায় বলি- ভাগবতের কথা যা পেয়েছি এখনো তার ভাবনা জগতের মাঝে প্রতিনিয়ত দেখি। [সংগ্রহ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।