একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে...
গলফ বুঝি না, কিন্তু জয় বুঝি!!!
বলছি না তোমাকে বিশ্বকাপ জিততেই হবে,একটু একটু করে দেশের মাথা উচুঁ করে দাও, এবার যেন আরও একটু বেশি উচুঁ করো।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে গলফের বিশ্বকাপের প্রথম দিনটা 'রোলার কোস্টার'- এর মতো ওঠানামার মধ্য দিয়েই কেটেছে মোহাম্মদ সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট বেশি খেলে যৌথভাবে ছয় জনের সঙ্গে ৩২ তম অবস্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।
আর ভারতের সেরা গলফার গগনজিত ভুলার তো পারের চেয়ে ১১ শট বেশি খেলে সবার নিচে আছেন (৬০তম)।
আসুন আমরা সিদ্দিকুরের জন্য দোয়া করি, তিনি যেন এই বিশ্বকাপ থেকে আমাদের জন্য আরও ভাল কিছু বয়ে আনতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।