আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্ক রক্ষায় সতর্ক হোন!

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

আপনার গার্লফ্রেন্ডের সাথে বিচ্ছেদে বেশ বাজেরকম ভুমিকা পালন করতে পারে নারী পিপাসু লুলু পুরুষগুলো । সামাজিক যোগাযোগের সাইটগুলোতে তাদের তেল চিটচিটে কমেন্ট, আর ‘তোর মুখে থুতু দিলাম।’ টাইপ লেখাতেও লাইক দেওয়া, মেয়েদের ভাবায়... লুলুদের পাম অয়েল যুক্ত কথায় তারা নিজেদের আর এই গ্রহের মানুষ মনে করেনা । আর লুলুদের এইসব কর্ম, আর ৪২০+ টাইপ প্রোফাইল পিকচার নারীর কোমল হৃদয়কে মারাত্মকভাবে প্রভাবিত করে । ফলসরূপ তারা লুলুদের প্রতি আকৃষ্ট হয় । আর কপাল পোড়ে আমার-আপনার । হার্ট ক্র্যাশ করার আগেই ভাবুন, সতর্ক হৌন । ফ্রেন্ডলিস্টে লুলু থাকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গার্লফ্রেন্ডকে অবহিত করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।