আমাদের কথা খুঁজে নিন

   

সামুর এর চেয়ে খারাপ অবস্থা কি আগে কখনো ছিল ? (সাময়িক পোস্ট)

আলিফ লাম মীম। এই সে কিতাব যাতে পথ প্রদর্শনকারী এবং পরহেজগারদের জন্য কোন সন্দেহ নায় ।

আমার পরপর দুইটা পোস্ট মুছে দিয়ে আমাকে ব্যান করার হুমকি দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সামু নিয়ে আর কোন পোস্ট দিবনা। আমি যে সিরিজ নিয়ে লেখা শুরু করছি সেটা ২০১৪ সালের ১ লা জানুয়ারী শেষ হবে। এর পর সামুতে হয়ত আর কোন দিন লেখা হবেনা।

কারন ইচ্ছেকৃত ভাবে আমার পোস্ট নির্বাচিত পাতায় না দেওয়া আবার দেওয়া আবার সরাইয়া দেওয়া আবার দেওয়া। একজন এসে সরাতে বললে সরাই দেওয়া আর একজন এসে দিতে বললে দেওয়া এসব টলারেট করা ও সিন্ডিকেটবাজি গ্রুপিং , তেল মালিশ এসব করা আমার পক্ষে সম্ভব হবেনা। কিন্তু আজকের একটু আগের দৃশ্য দেখে সত্যি অবাক হলাম। আমি ৮ ঘন্ঠা ঘুমাই । বাকি ১৬ ঘন্ঠা অনলাইন থাকি ব্লগে।

হোক মোবাইল থেকে অথবা ল্যাপটপ থাকে। কিন্তু এই দৃশ্য আগে কখনো দেখিনাই। তাই শেয়ার না করে পারলাম না । এটা সম্ভবত সার্ভার ডাউনের কারনে হচ্ছে। স্ক্রিনশটটি একটু আগে নেওয়া।

এর চেয়েও খারাপ অবস্থা কি কেউ দেখছেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.