সহজ পদ্ধতিতে ফেসবুক সেলেব্রেটি হবার কয়েকটি উপায়ঃ
ইদানিং সবার মাথায় একটা ব্যাপার ব্যাপক আকার ধারণ করছে তা হলো ফেসবুক সেলেব্রেটি হওয়া, বিপুল পরিমাণ লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করার প্রবণতা। এখনো অনেক লোক আছেন যারা জানেনই না ফেসবুক সেলেব্রেটি কি বা ফেসবুক সেলেব্রেটি কাকে বলে? আসুন তবে একটু একটু করে জানিঃ
- যাদের প্রফাইলে অতিমাত্রায় ফলয়ার, বন্ধু সংখ্যা অনেক এবং যাদের প্রফাইলের বিভিন্ন প্রকার এ্যাকটিভিটি যেমনঃ ফেসবুক স্টেটাস, প্রফাইল ছবি এবং অন্যান্য সব কিছুতেই অতিমাত্রায় Like এবং Comment পড়ে।
ইদানিং মানুষ ফেসবুক সেলেব্রেটি হবার জন্য হরেক রকম মজাদার এবং হাস্যকর নাম ব্যবহার করেন উদাহরণ দেই: ময়লা বাবা, গাঞ্জা বাবা, মাটি বাবা, রাইফেল বাবা, কাঁচা মরিচ, টুন্ডা সজিব, মুরগী মিলন, জর্দা জামাল ইত্যাদি ইত্যাদি!
এসব নাম ব্যবহার করার কারণ হলো মানুষ এসব উদ্ভট প্রফাইলধারীদের ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি মাত্রায় দেয় এবং এসব নাম নিয়ে প্রফাইল কে সেলেব্রেটি প্রফাইলে establish করা সুবিধাজনক।
নমুনা দেখুন :
1. ময়লা বাবা (Moyla Baba)
2. মাটি বাবা (Mati Baba)
3. গাঞ্জা বাবা (Ganza Baba)
২। কিভাবে ফেসবুক সেলেব্রেটি হওয়া যায়?
- অতিমাত্রায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ও এ্যাক্সেপ্ট করে নিজের প্রফাইলকে জনপ্রিয় করে তুলতে হবে।
এজন্য ফেসবুকে কিছু আইডি প্রমোট গ্রুপ আছে যেমন : BD Likers Group , Bangladesh ID Promote Group ইত্যাদি ইত্যাদি, সেই সকল গ্রুপে ঢুকে মেম্বারদের এ্যাড করুন। এরা খুব বেশি মাত্রায় Active ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর প্রায় সাথে সাথে এ্যাক্সেপ্ট করে।
** আমাদের সকলেরই আসল ফেসবুক প্রফাইল আছে। কিন্তু আমি এই ক্ষেত্রে নিজের আসল প্রফাইল ব্যবহার করতে অনুৎসাহিত করবো কেননা আমাদের আসল প্রফাইলে আমাদের আত্মিয় স্বজন এবং ভাই বেরাদার থাকেন।
১।
অতিমাত্রায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হয়ে যায়।
২। আপনি এক সাথে গাদা গাদা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে Photo Varification এর ঝামেলায় একবার পড়লেই আপনার আইডি খতম।
আমি অতি সহজে বন্ধু বাড়ানোর একটা সোজা পদ্ধতি বের করেছি, এই পদ্ধতিতে আপনি একই সাথে বন্ধু যোগ করবেন এবং তাদেরকে আপনার বন্ধু তালিকার সকলকে Suggest করবেন।
একদিকে আপনি সবাইকে ফ্রেন্ড হিসাবে যোগ দিচ্ছেন, অপরদিকে আপনি তাদের কে আপনার ফ্রেন্ড লিস্টের সকলকে Suggest হিসাবে পাঠাচ্ছেন।
এতে করে যাকে ফ্রেন্ড সাজেস্ট করে পাঠাবেন এবং যার কাছে পাঠাবেন উভয়ের নিকট এটা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট হিসাবে যাবে – সে যদি ফ্রেন্ড সাজেশন এ্যাক্সেপ্ট করে তবে তারা উভয়ে বন্ধু হিসাবে যুক্ত হবে।
ধরুন আপনার নাম গলা কাটা মজিবর, আপনার বন্ধু মুরগী মিলনকে আপনি আপনার আরেক বন্ধু জর্দা জামালকে ফ্রেন্ড সাজেস্ট করে পাঠালেন ।
১। সেই ক্ষেত্রে জর্দা জামাল যখন তার প্রফাইলে লগইন করবে সে দেখবে তার ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনে একটা নোটিফিকেশন এসেছে যেখানে বলা হচ্ছে ‘গলা কাটা মজিবর has suggested মুরগী মিলন to add you as friend’ – এখন যদি জর্দা জামাল ‘Add As Friend’ – এ ক্লিক করেন তবে মুরগী মিলনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে।
২।
আবার যদি, ঠিক উলটো জিনিস হয়, মুরগী মিলন ফেসবুক প্রফাইলে লগ ইন করলো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনে দেখতে পেলো – ‘গলা কাটা মজিবর has suggested জর্দা জামাল to add you as friend’ – এখন মুরগী মিলন ‘Add As Friend’ – এ ক্লিক করলেই মুরগী মিলনের নিকট ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে।
এভাবে বারবার করলে আপনি এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু সকলেই লাভবান হবেন এবং খুব তাড়াতাড়ি আপনার লিস্টে আগের চেয়ে দ্বিগুণ ফ্রেন্ড জড়ো হবে তাও আগের চেয়ে দ্বিগুণ কম সময়ে – যেহেতু আপনি একই সাথে ফ্রেণ্ড এ্যাড করছেন এবং অন্যোদিকে এ্যাক্সেপ্ট করছেন। বিস্বাস করুন আর নাই করুন আমি এই পদ্ধতি তে গত ১৮ ঘন্টা আগে নতুন ফেসবুক প্রফাইল খুলে ২০ ঘন্টায় ৩৮৬ জন কে এ্যাড করতে সক্ষম হয়েছি এবং কোন প্রকার ব্লক না খেয়েই ।
আরেকটা কথা বলে নেওয়া ভাল, এরা কোন Bot Liking Website এর মত রোবট নিয়ন্ত্রিত Auto Liker নয়, এরা মানুষ এবং নিয়মিত পোস্টে কমেন্ট এবং Like দিয়ে থাকেন। অটো লাইকার গণ বাংলা ফন্টে কমেন্ট করতে পারে নাহ! মজার কথা এরা সবাই বাঙ্গালী !
4. তুষার (আমার প্রফাইল)
কিভাবে ফ্রেন্ড সাজেস্ট পদ্ধিতি কাজ করে?
নমুনা দেখুনঃ -
এত কষ্ট করে এই বিশাল পোস্ট খানা লিখলাম, যদি আপনার একটূও উপকারে এসে থাকে এবং ফেসবুক সেলেব্রেটি হতে চান অথবা ফেসবুকে বন্ধু সংখ্যা এবং ফলোয়ার বাড়াতে চান তারা আমাকে বন্ধু হিসাবে যোগ দিতে পারেন।
আমাকে বন্ধু হিসাবে যোগ দিন এবং ইনবক্স করে লিখুন আপনার ফ্রেন্ড সাজেশন লাগবে, তখনই আমি ফ্রেন্ড সাজেস্ট করবো।
(ফেসবুকে আমার প্রফাইল লিঙ্ক)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।