প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাটারির সাহায্যে চালানো যাবে নতুন এ ডিসপ্লেটি। ফলে যাত্রীদের জন্য আরও ব্যবহারযোগ্য হয়ে উঠবে এটি।
ডিভাইসটি মাথায় পরলে এর এইচডি ওএলইডি স্ক্রিনের মাধ্যমে ৬৫ ফুট দূর থেকে ৭৫০ ইঞ্চি স্ক্রিনে কোনোকিছু দেখার মতো অনুভূতি হবে। এর মাধ্যমে ২ডি ও ৩ডি দৃশ্য দেখা যাবে।
পরার পর অদ্ভুত দেখালেও এটি আগের মডেলের তুলনায় হাল্কা এবং আরামদায়ক করে তৈরি হয়েছে। এটিকে স্মার্টফোন অথবা ট্যাবলেটের সঙ্গেও ব্যবহার করা যাবে। এ জন্য শুধু একটি মাইক্রো–এইচডিএমআই পোর্টের প্রয়োজন হবে।
ছবির পাশাপাশি হেডমাউন্টটিতে ৭.১ মানের শব্দ শোনা যাবে।
পণ্যটির জন্য ৯৯৯ ডলার খরচ করে প্রিঅর্ডার দেওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।