এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সনির ওয়ার্ল্ডওয়াইড স্টুডিও’র প্রেসিডেন্ট শুহেই ইয়োশিডার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি তিন বছর যাবত প্রজেক্ট মরফিয়াস নামের এ প্রকল্পটি নিয়ে কাজ করছে।
প্রজেক্ট মরফিয়াস প্রধানত মাথায় সেট করা যাবে এমন ১০৮০পি রেজুলেশন ও ৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের একটি ডিসপ্লে। এর ভেতরের সেন্সরের ব্যবহারকারীর মাথার নড়াচড়া ট্র্যাক করতে সক্ষম। আর তাই ব্যবহারকারী মাথা নাড়ালে তার সঙ্গে এর ভার্চুয়াল রিয়েলিটি ইমেজেও নড়বে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ইয়োশিডা এ প্রসঙ্গে ব্লগ পোস্টে এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বিশ্বাস ‘ভিআর’ ভবিষ্যত গেইমের ধারা বদলে দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।