গ্রামীন ফোনে 0.facebook.com এ ফ্রী ফেসবুক ব্রাউজিং এর সুবিধা কয়েক দিন বন্ধ ছিল। কিন্তু থ্রীজি চালু হওয়ার সুবাধে টুজির সুযোগ সুবিধা বৃদ্ধি কল্পে এই সুবিধা আবার চালু করা হয়েছে।
এ জন্য আপনাকে যা করতে হবে-
১.আপনাকে p1 sarvice active করতে হবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন p1 এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে(ফ্রী).একটিভ কনফার্মেশন না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তবে আপনার অন্য কোনো ইন্টারনেট প্যাকেজের মেয়াদ উদ্বৃত্ত থাকলে নিষ্প্রয়োজন ।
২.আপনার মোবাইলে অপেরা মিনি ইনস্টল করতে হবে।
৩.অপেরা মিনির সেটিং অপশনে গিয়ে এডভান্সড সেটিং অপশনে ক্লিক করুন। তারপর প্রটোকল http দেয়া থাকলে socket/http করে দিন।
operamini>>setting>>advanced setting >>Protocol >> select socket/http.
এবার URL বক্সে 0.facebook.com লিখে ফ্রী ফেসবুক ব্যবহার করতে থাকুন।
বি:দ্র: 0.fecebook.com দিয়ে লগ ইন করলে ছবি দেখা যাবে না।
ব্যবহারের পূর্বে মোবাইলে ব্যলেন্স না রাখাই ভালো। আমার দেখা মতে 0.facebook.com প্রায় জাভা সমর্থিত হ্যান্ডসেট এবং এন্ড্রয়েড মোবাইলে কাজ করে। শুধু তাই নয়,আইফোনেও এই সুবিধা সমর্থন করে। উল্লেখ্য বর্তমানে এই সুবিধা বাংলালিংক এবং এয়ারটেলও দিচ্ছে।
পোস্ট টি শুধু মাত্র যাঁরা জানতেন না তাদের জন্য।
উপকৃত হলে মন্তব্যে জানাবেন। আর যাঁরা জানেন তাঁরা ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।