চট্টগ্রামে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো বহদ্দারহাট ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর চট্টগ্রামের প্রথম উড়াল সড়ক দিয়ে যান চলাচল শুরু হচ্ছে। গুলিস্থান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার নির্ধারিত সময়ের পরে চালু হলেও বহদ্দারহাট উড়াল সেতু খুলছে নির্ধারিত সময়ের দুই মাস আগে। বহদ্দারহাট বাস টার্মিনালের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের সংযোগ রক্ষাকারী সড়কে ১ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে।
এরপর প্রধানমন্ত্রী একদিনের এই চট্টগ্রাম সফরে ২১টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়া আটটি প্রকল্পের ভিত্তিস্থাপন করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।