নিজেরে খুব বিচ্ছিন্ন মনে হয় বলে সবার সাথে যুক্ত হবার আকুতি জানাই
তারেক রহমান হঠাৎ করেই হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেন। আইনজীবিরা আইনী প্রক্রিয়ার মাধ্যমে এই জামিনের কথা বললেও সরকারের সঙ্গে সমঝোতার বিষয়টি এখন সবার কাছে পরিস্কার। ব্যাপারটি যেন লোক দেখানো না হয় একারণে গতকাল দুদক এবং সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো। আজ আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিনের রায়ই বহাল রাখলো। এখন আর তার মুক্তিতে কোনো বাঁধা নেই। সরকার নির্বাচনে সব দলকে আনতেই এমন জামিন-মুক্তি খেলা খেলছেন। একবছর আগের পত্রিকার সংবাদ দেখুন আর এই সপ্তাহের সংবাদ দেখুন। সরকার স্পষ্টতই ওয়ান ইলেভেনের স্পিরিট থেকে পিছু হটেছে। এখন সাধারণ মানুষ বলছেন, তারেককে মুক্ত করে দিলে সকল কারাগারের দরজা খুলে দেয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।