আমাদের কথা খুঁজে নিন

   

শীতের সকালে গ্রাম বাংলা (কবিতা)

ছবি-নেট শীতের সকাল কুয়াশার চাদরে আবৃত সবাই তুমি,আমি আমরা আর আমাদের এই ছোট্ট পৃথিবী। শিশির ভেজা প্রকৃতি আর বিস্তীর্ণ মাঠে হলুদ সরষে ফুল দুইধারে জমে থাকা শিশির বিন্দু ঝলমল; সূর্যালোকে হীরকের মতন আলোক বিকীরনে সেই একবিন্দু জল। চোখে ধাধা লাগায় অপরূপ রূপে সুন্দরের পিপাসায়; হাড় কাঁপানো শীত; শেষ রাতে ভেসে আসে গাঁয়ের বধুর ধান ভাঙানি গীত। শীতের কম্বল গায়ে রাখাল বালক ছুটে চলে নাঙা পায়ে; ক্ষেতের হাতাইল দিয়ে কনকনে ঠান্ডা বায়ু কাঁপন ধরায় গায়ে। গাঁয়ের রাখাল বধু মাথায় ঘোমটা নাকে নাকফুল শুধু্, উঠানে শুকায় সদ্যতুলা আমন ধান ধান ভানতে গেয়ে উঠে ধান ভাঙানি গান।

ঢেকির নিচে আতপ চাল; আপনমনে গুনগুনিয়ে খেজুর রসে সিক্ত মুখে বানায় শীতের পিঠা মিষ্টি কিংবা ঝাল কাহারো বা পান খেয়ে ঠোট লাল। পাতাঝরা বৃক্ষ গুলো ন্যাড়া মাথার দাঁড়িয়ে বালকের দল বৃত্ত করে ঘিরে থাকে চেলাকাঠে আগুন ধরিয়ে। অলস সকাল বেলায় কম্বলে ঢেকে মাথা কপোত কপোতি মনের সুখে বলে যায় মনের কথা। আর আমি হাড় কাঁপানো শীতে কুয়াশার চাদর গায় ছুটে চলি লাঙল কাধে নিয়ে জীবিকার তাড়নায়। --------------------------------------------------------------------- উৎসর্গ :- ধর্ষকদের বিরুদ্ধে আলোর মিছিলে অংশগ্রহণ কারী সকল বন্ধু ।

আমাদের একটাই শ্লোগান ....ধর্ষিতার ক্রন্দন নয়,ধর্ষকের বিচার চাই। শীতের আগে লিখা শুরু করেছিলাম। শীত যাচ্ছে চলে। তা্ই পোস্ট দিয়ে ফেললাম। বসন্তে শীতের কবিতা বেমানান হবে।

আজ ১৩ জানুয়ারী আর মাত্র একমাস পর নান্দনিক অভিনেতা হুমায়ূন ফরীদির ১ম মৃত্যু বার্ষীকি। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।