ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য লেখক অধ্যাপক আবুল বশর আর নেই। গতকাল সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাদ আসর নগরীর নয়াসড়ক জামে মসজিদে জানাজা শেষে মানিকপীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল বশর ১৯৩৪ সালের ১৭ জানুয়ারি সিলেট শহরের জল্লারপাড়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রিয়াছত উল্লাহ এবং মাতা হামিদা বানু। অধ্যাপক আবুল বশর সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।