পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।
আপডেট: দুইটি ইমেজ এবং একটি লিংক।
প্রথম পাতায় আজ পরপর তিনটা পোস্ট উনার!!! এটা কি সামুর মডুদের চোখে পড়ে না!!
দেখুন দ্বিতীয় ছবিতে, মানুষ কত নিচু মনের হতে পারে!! নিজের লেখায় (অনুপম অনুষঙ্গ নামে ), নিজেই অন্য নামে (গেন্দু মিয়া) মন্তব্য করে!! এটাকে কি বলা যায়???
আর উনি নিজেই একা, বার বার আমার ঐ পোস্টে এসে রির্পোট করে গেছে। তাই হয়তো পোস্টটি অটো ড্রাফটে চলে গেছে। আমি যতটুকু জানি, বাকি যারা মন্তব্য করেছে, তা সব পজিটিব ছিল।
মডুদের তাই বলব, ১২ ঘণ্টা হয়ে গেছে তবুও আমার পোস্টটি ফিরিয়ে দেয়া হয়নি। শুধু একজনের রির্পোটের কারণে এমনটি করা অবশ্যই অন্যায়।
এবার দেখা যাক, অন্য একটি ব্যাপার। উপরের ইমেজটি দেখুন।
গতকাল রাতে তাসনুভা সাখাওয়াত বিথি নামক ব্লগার উপরের পোস্টটি দেন।
যেখানে নির্বাচকদের নিয়ে কটু কথা হয় এবং বিভিন্ন ব্লগার এর পক্ষে-বিপক্ষে অনেক কথা বলেন। বিথির এই পোস্টটিতে (এইখানে দেখতে পারেন) সরাসরি নির্বাচক তথা মডুদের নিয়ে প্রশ্ন তুলে। তারপরেও উনার পোস্টটি সরিয়ে নেওয়া হয়নি। কিন্তু আমারটা সরিয়ে নেয়া হয়েছে!! কেন আমি কোন গ্রুপ করি না, তাই?? আমি এখনও বলব, পোস্টটি সরিয়ে নেওয়া অন্যায় হয়েছে।
আমি আমার আসল নাম এবং একটা আইডি নিয়েই ব্লগিং করতে এসেছি।
কারো সাথে দলাদলি বা তেল মারতে আসিনি।
কোন কারণ ছাড়াই আমার ১১ই অক্টোবরের সাময়িক পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে!! আমি আজ সকাল প্রায় ১০.৪০মিনিটে সামুতে লগইন করি নিজেই পোস্টটি সরিয়ে ফেলার জন্য। কিন্তু প্রথম পাতায় চোখ দিয়েই চড়াক গাছ!! তারপর আমার নোটিফিকেশন দেখতে গিয়ে দেখি একজন আমার ঐ পোস্টে মন্তব্য করেন কিন্তু আমি যখনই মন্তব্যটি দেখতে যাই, তখনই ম্যাসাজ গরম!! পোস্টটি সরিয়ে ফেলা হযেছে!!
আমি নিজেই তো পোস্টটি সরাতাম, কারণ আগামীকাল পুজো উপলক্ষে নতুন একটা পোস্ট দিব, তাই ঐ ধরনের পোস্ট আমার ব্লগে থাকুক আমি চাইনি।
এখন মনে হচ্ছে, পোস্টটি সাময়িক না করে, স্টিকি করার অনুরোধ করার দরকার ছিল!! কারণ, আমার সাথে অনেকে ঐ পোস্টটি নিয়ে সহমত করেছিল। এরমধ্যে মামুন ভাই, আরজুপনি, অভি, আমিনুর ভাই আরো অনেকে ছিল (রাগে অন্যদের নাম মনে করতে পারছি না)।
প্রথম পাতায় আজ পরপর তিনটা পোস্ট বিখ্যাত উনার!! সেটা কি ফ্লাডিং না???
সবাই জানে উনি তিনটি মাল্টি নিক ব্যবহার করে, তারপরও সামুর মডুরা একটা দেখে বাকি দুইটা ব্যান করে না কেন??
উনি কি সামুর একজন তোষামোধকারি? নাকি উনি একজন সিন্ডিকেটবাজ? ধিক্কার জানাই, ঐসব তোষামোধকারী, তেলবাজ ও সিন্ডিকেটদের।
দরকার পড়লে, ব্লগিং করব না কিন্তু তোষামোধকারী, তেলবাজ ও সিন্ডিকেটবাজ হতে পারব না।
আমি পেশায় একজন প্রভাষক। জীবনে কখনো অন্যায় করিনি এবং মেনে নেইনি। অসৎ পথে এখন পর্যন্ত পা বাড়াই নি।
সৃষ্টিকর্তার ইচ্ছায় বাকি জীবনেও বাড়াবো না।
উনার লেখার পাঠক তেমন নেই। কারণ সবাই ব্যাপারটা জানে। তাই উনাকে নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। কিন্তু আমিতো বলেছিলাম, পোস্টটি সাময়িক।
এই অন্যায় মেনে নেয়া যায় না। আমি বাধ্য হয়ে আমার পোস্ট ফেরত চাচ্ছি।
উনার দুইটা নিক অবশ্যই ব্যান করতে হবে।
মাল্টি নিক সনাক্ত করে বন্ধ করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।