আমাদের কথা খুঁজে নিন

   

তোমার সুস্থতা কামনায়...........



আমার একটা ভাইঝি আছে। আমি তাকে আম্মু বলে ডাকি। সে কথা খুব কম বলে। সে কথা যা একটু বলত তা খাবার টেবিলে। খাবার টেবিলে তার সাথে আমার কথা হত এমন- -আম্মু তোমাকে মাংস দেই? (আমি জিজ্ঞেস করতাম) -না।

মাংস খেলে দাঁতে আটকে যায়। -তাহলে মাছ দেই? -না। মাছে কাঁটা -তাহলে সবজি নাও। পটল দেই? -না। পটল খেলে নাক জ্বলে।

-ঠিক আছে আলু নাও। -না। আলু খেলে হাত জ্বলে -আচ্ছ তাহলে কচু দেই? -না। কচু খেলে গলা জ্বলে। -তুমি একটা পঁচা মেয়ে।

-এ্যাই পঁচা বলেন কেন? পঁচা বললে মাইর দিব আপনাকে। -আচ্ছ তুমি লক্ষী মেয়ে। এখন বল তাহলে কি খাবে আম্মু? -আমি হাড্ডি খাব। মুরগীর ওই রান থেকে মাংস নিয়ে আমাকে হাড্ডি দিন। ##এই হল আমার ছোট আম্মুর একটু কথা বলা।

আজ আমার সেই আম্মুটার জন্মদিন। ‍কিন্তু আমার ছোট আম্মুটা খুব অসুস্থ। জ্বর আর গলা ব্যাথায় খুব অসুস্থ হয়ে আছে। ভাবতেই চোখে পানি চলে আসছে যে ঈদের দিন আমার আম্মুটা অসুস্থ হয়ে বিচানায় শুয়ে থাকবে। আল্লাহ্ এর কাছে প্রার্থনা করি আগামী দুইদিনের মধ্যে যাতে আমার আম্মুটা সুস্থ হয়ে যায়।

আমার সকল ফ্রেন্ডদের বলছি সবাই একটু প্রে করবেন যাতে আমার ছোট আম্মুটা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে আমার আম্মুটা হাসিখুশিতে ঈদ পালন করুক এই কামনা। ** শুভ জন্মদিন আম্মু। **

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.