আমাদের কথা খুঁজে নিন

   

প্রশাসনকে শেষ করে দেওয়া হয়েছে

দলীয়করণ করে প্রশাসনকে শেষ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় প্রশাসনে কমকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেক্রেটারি থেকে শুরু করে ডিসি, এসপি পদায়নে দেখা হয়েছে তিনি ছাত্র জীবনে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান সরকার বহাল থেকে এই কর্মকর্তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন করবে এটা কেউ বিশ্বাস করে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের অবস্থান নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোফাজ্জল করিম।

গত শনিবার বৈশাখী টিভিতে 'জিরো আওয়ার' টকশোতে তিনি এসব মন্তব্য করেন। সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও অংশ নেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

সঞ্চালকের প্রশ্নের জবাবে মোফাজ্জল করিম বলেন, বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতির জন্য রাজনীতিবিদরাই দায়ী। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ মনে করে রাজনীতিবিদরা যা বলেন সবই মিথ্যা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক এমনটি সবাই চায়।

এখন তত্ত্বাবধায়ক সরকার বলতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। দলের নয় এমন সরকারের অধীনে নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে এমন ধারণা সাধারণ মানুষের। কিন্তু প্রধানমন্ত্রী তার অধীনেই নির্বাচন করতে আগ্রহী। একজন এমপি পদে থেকেই নির্বাচন করবে। তাহলে ঘোষণা দিয়ে দেওয়া হোক তারাই এমপি।

নির্বাচনের প্রয়োজন কি? তিনি আরও বলেন, বর্তমান সরকার বহাল থেকে নির্বাচন করবে। তারা যদি সুষ্ঠু নির্বাচন করে এরপরেও শঙ্কা আছে। কারণ প্রশাসনে এমন একজন কর্মকর্তা নেই যারা নিরপেক্ষ। সরকারের প্রতি আনুগত্য আছে এমন লোকদেরই পদায়ন করা হয়েছে। এখন সরকার যা চাইবে নির্বাচনের ফলাফল তাই হবে।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, আগামী ২৫ অক্টোবরের পর দেশে কি হবে তা নিয়ে শঙ্কা রয়েছে সবার। যদি স্বাভাবিকভাবে নির্বাচন হয় তাহলে কমিশনের অনেক পদক্ষেপ ইতোমধ্যে নেওয়ার কথা। কিন্তু তারা কোনো পদক্ষেপই নেয়নি। তাহলে নির্বাচন নিয়ে যে শঙ্কা মানুষের এটা সঠিক। সরকার প্রচার করছে মোবাইল বা গণমাধ্যম থাকার কারণে নির্বাচনে কোনো কারচুপি হবে না।

কিন্তু সরকার বহাল থেকে তারা যে ভয়ভীতি বা প্রভাব বিস্তার করবে তা সাংঘাতিক প্রভাব ফেলবে নির্বাচনে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.