আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে প্রশাসনকে চিকিৎসকদের আল্টিমেটাম

লক্ষ্মীপুরের রায়পুরে ডা. শিশির কুমার রায়ের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে স্থানীয় প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে ডাক্তাররা। আজ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এক প্রতিবাদ সভা থেকে এ আলিটমেটাম দেয়া হয়।
 
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৩ দিনের ভেতরে প্রশাসন যদি হামলাকারীদের গ্রেফতার না করে তাহলে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে অনির্দষ্টিকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
 
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ কবির, ডা. নাজমুল হাসান, ডা. মোঃ আজম খান, আবদুল আজিজ প্রমূখ।
 
প্রসঙ্গত : গত বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পরিবার পরিকল্পনা অদিদপ্তরের ডা. শিশির কুমারকে  ৫-৬ জনের মুখোশধারী দূর্বত্তরা এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ ঘটনার পরে রায়পুর থানায় একটি সাধারণ ডায়রি করা হলেও এখনো পর্যন্ত জড়িতদের খুঁজে বের করতে পারেনি পুলিশ।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.