আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু মুরাদ।



আমাদের বন্ধু মুরাদ অত্যান্ত সেনসেটিভ মনের মানুষ। সত্যি বলছি,এমন সাদা মনের মানুষই আজকাল দেখা যায় না। সে অল্পতেই নার্ভাস হয়ে পড়তো। এতে আমরা দারুন মজা পেতাম। একবার আমি,রেজা সহ আরো অনেকে মাঠে বসে আড্ডা দিতেছি।

এসময় দূরে দেখা গেলো সুন্দর একটা স্বাস্থ্যবান মুরগী। আপন ব্যক্তিত্বের গৌরবে মাথা উচু করে সেটি ক্রমাগত পাঁক খাচ্ছিলো। মুরাদ সগর্বে বললো,এটা ব্যাটা আমাদের মুরগী। অকস্মাত অঘটন ঘটে গেলো। কোথা থেকে এক বখাটে রাঁতা মোরগ ছুটে এসে যা করার তা করে দিয়ে চলে গেলো।

মুরাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেলো। সে অপ্রস্তুত হয়ে বললো,না না ,এটা না,আমাদের মুরগী আরেকটা। একদম সেইম সেইম দেখতে। আমি বললাম,মুরাদ বাস্তবতা মেনে নে। এটাই তোদের মুরগী।

আর তোর কোন দোষ নেই। তুই কেনো নার্ভাস হচ্ছিস?মুরাদ রে,মোরগ কুক কুরুক কুক করলেই মুরগীর ডিম হয় না রে। দুনিয়া এতো সোজা না রে। মুরাদ ভুল বুঝলো আমাদের। উঠে চলে গেলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.