সাভারে মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেয়ায় একজনকে গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে মধুমতি মডেল টাউনের কাছে এ ঘটনা ঘটে। বাঁ পায়ে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী এমরানকে (২৮) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল রাত ১১টার দিকে মধুমতি মডেল টাউনের সামনে দুটি মোটরসাইকেলে আসা ছয় যুবক এমরানের মোটরসাইকেলের পথরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে এমরান বাধা দেয়। এসময় মহাসড়কে টহল পুলিশ দেখে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাড়াহুড়ায় তাদের পিস্তল পড়ে যায়।
ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।