আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জনের ঢাক বাজছে আজ

বিসর্জনের ঢাক বাজছে আজ সোমবার। চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব সর্বজনীন শারদীয় দুর্গোত্সব।
বেলা দুইটার দিকে রাজধানীর পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। এর আগে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে পূজামণ্ডপের প্রতিমা গিয়ে জড়ো হয় পলাশীর মোড়ে।

শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক দিয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে বুড়িগঙ্গার তীরে গিয়ে শেষ হবে। এখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিও স্টেশনগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.