গঙ্গায় প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩৭ জন। এদের মধ্যে ১৬জনের অবস্থা অাশংকাজনক। আহতদের মধ্যে বেশ কয়েক জন শিশু রয়েছে।
জানা যায়, আলিপুরের বেলভেডিয়ার রোডে জাতীয় গ্রন্থাগারের সামনে বুধবার রাত সোয়া ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে চালক পলাতক। নির্দিষ্ট সময়সীমার (৫ নভেম্বর, মঙ্গলবার, কালী পুজোর বিসর্জনের শেষ দিন ছিল) পরেও এত লোকজন নিয়ে ট্রাকে চেপে বাবুঘাটে প্রতিমা বিসর্জন করতে যাওয়া বিষয়টি প্রশ্নবিদ্ধ। এসময় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংশ্লিষ্টরা।
কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) মুরলীধর বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে সব প্রশ্ন উঠেছে সব খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চেতলার পিয়ারীমোহন রোডের মাটালি বাগান এলাকার জনা পঞ্চাশেক বাসিন্দা ছোট একটি ট্রাকে চেপে কালী প্রতিমা বিসর্জন শেষে ফিরছিলেন। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে আলিপুরে জাতীয় গ্রন্থাগারের পাঁচিলে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই এক জন মারা যান। আলিপুর থানার পুলিশ আহতদের ওই রাতেই এসএসকেএম ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করায়।
সেখানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত আরও তিন জনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, মৃতদের নাম রাজু দলুই (৫৮), সবিতা দলুই (৪৫), পুতুল দলুই (২২) এবং দেবনাথ পারুই (২৬)। তাঁদের বাড়ি মাটালি বাগানে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।