আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ্‌ বলার অধিকার এবং মালেশিয়া ।

মানবতার আদালতে আমরা সবাই বিবেকের ধর্ষক ।

যেই দেশে যেই বাক্য কহে নরগণ। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। । উপরের লাইন গুলো সবার পরিচিত কবি আবদুল হাকিমের বঙ্গবাণী কবিতার অংশ ।

আস্তিক নাস্তিকের অমীমাংসিত স্নায়ু যুদ্ধে ধর্ম অর্জন এবং বর্জনের অধিকার মানুষ অলিখিত ভাবে ভোগ করে আসছে বহু বছর ধরে । প্রত্যেক ধর্মের বাহকদের মাতৃভাষায় সেই ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করা হয় যাতে মানবজাতিকে সঠিক ভাবে উপস্থাপন করা যায় । আর মহান সৃষ্টিকর্তাকে যে নামে ডাকুক না কেন উনি সব ভাষায় বুঝতে পারেন । কেউ আল্লাহ্‌ নাম নিয়ে মন্দ কাজ করুক আর ভাল কাজ করুক এতে মহান আল্লাহতালার কিচ্ছু আসে যায় না । বিশ্বাস এবং কর্মের উপরেই কিন্তু অস্তিত্তের পরিচয় বহন করে ।

আল্লাহ্‌ সৃষ্টি জগত সবার জন্য উম্মুক্ত , সবাই তাঁর অনুগ্রহের মুখাপেক্ষী । কিন্তু সম্প্রীতি মালেশিয়ার একটা আদালত খ্রিষ্টানদের আল্লাহ্‌ নাম নিতে বাঁধা দিয়েছেন যা সত্যি মেনে নেওয়ার মত না । আল্লাহ্‌র এমন মধুর নাম নিতে বাঁধা দেওয়ার অধিকার কারো নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.