..............................
ঘুষের ট্যাকায় গরু কিনো চুরির ট্যাকায় ছাগল!
তুমি একটা পাগল।
লুটের ট্যাকায় হজ্বের টিকেট? লোনের ট্যাকায় দান?
তুমি নাফরমান।
লুটের টাকায় ফেত্রা-জাকাত ? দাতা হাতেম তাঈ?
তোমার মতোন ভণ্ড-সাধক ত্রিভুবনে নাই।
পরের টাকা পরের জমি হজম করার পর
সেই টাকাতে দেখতে যাবা মক্কা খোদার ঘর?
ছাগল-গরু হত্যা করো কিসের অভিলাষে?
নাম কামানোর ইচ্ছে এবং বেহেশত যাবার আশে?
অসৎ উপার্জনে ও ভাই হয় না তো কুরবানী
পাইতে যুদি চাও তুমি ভাই ভাই খোদার মেহেরবানী—
মনের পশু কুরবানী দ্যাও সেইটা অনেক বড়
ওহে মানুষ খোদার দোহাই একটু রহম করো!
হারাম ট্যাকায় গরু-ছাগল কইরো না আর জবাই
ঈদ মুবারক ঈদ মুবারক থাইকো ভালো সবাই।
লুৎফর রহমান রিটন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।