আমাদের কথা খুঁজে নিন

   

নেক্সাস ৭ ট্যাবলেট

আমার ব্লগে স্বাগতম নেক্সাস ৭ ট্যাবলেটের রিভিউ ইতিমধ্যে সব প্রযুক্তি ম্যাগাজিনগুলোতেই লেখা হয়েছে। তারপরেও আমি আমার কপিটি পেয়ে ও ব্যবহার করে এতটাই উত্তেজিত যে, ভাবলাম আমিও একটা রিভিউ লিখে ফেলি। আমার নেক্সাস ৭ পেতে একটু দেরীই হয়েছে কারণ আমি ১৬ গিগাবাইটেরটা অর্ডার করেছিলাম। অর্ডার করে আমাকে মোট ১০ দিন অপেক্ষা করতে হয়েছে। অবশেষে গুগলের কাছ থেকে একটা ইমেইল পেলাম যে, আমার নেক্সাস ৭ তারা পাঠিয়েছে।

গুগল অবশ্য আমার অর্ডারটি ওভার-নাইট ডেলিভারিতে আপগ্রেড করেছিল। হয়তবা গুগল সবার অর্ডারই আপগ্রেড করেছিল। ১৬ গিগাবাইটের ভার্সনটির দাম ২৪৯ ডলার (৮১ টাকা কনভার্সন রেটে বাংলাদেশি টাকায় ২০,১৬৯ টাকা) আর ৮ গিগাবাইট ভার্সনটির দাম ১৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ১৬,১১৯ টাকা),অবশ্য ট্যাক্স আর শিপিং চার্জ বাদ দিয়ে। এছাড়া গুগল সাথে সাথে ২৫ ডলার ক্রেডিট দেয় যা দিয়ে গুগল প্লে থেকে ইচ্ছেমত গান, মুভি, গেম বা অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন কেনা যাবে। আমি চিন্তা করলাম যে, ১৯.৯৯ ডলারের ট্যাবলেট কাভারটা কিনে ফেলি কিন্তু গুগল আমাকে সেটা কিনতে দিল না।

আবার যদি গুগল ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যায়, তাহলে আরো ১০ ডলারের ক্রেডিট পাওয়া যাবে। বিস্তারিত এখানে...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.