আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মুশফিক

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। খেলা শুরু বেলা দেড়টায়।
সোমবার মিরপুরে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, “তিন বছর আগে ৪-০ ব্যবধানে হারলেও নিউ জিল্যান্ড সমীহ করার মতো একটি দল। তবে ওয়ানডে ক্রিকেটে নিজেদের মাটিতে আমরাও শক্ত প্রতিপক্ষ। তিনটি বিভাগে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।

আমরা জেতার জন্যই খেলবো। ”
২০১০ সালের ‘বাংলাওয়াশ’ এর সুখস্মৃতিকে চাপ হিসেবে দেখছেন না মুশফিক।
“আমাদের ওপর কোনো চাপ নেই। চাপটা ওদের ওপরই। তিন বছর পরে হলেও ওদের মনে ব্যাপারটা ঠিকই থাকবে।

তবে ওদের টেস্ট স্কোয়াডের চেয়ে ওয়ানডে স্কোয়াড কিন্তু অনেক শক্তিশালী। ”
সেবার পাঁচ ম্যাচের ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে আরেকটি ওয়ানডে বাতিল হয়ে যায়।
তবে সেই সুখস্মৃতি এই সিরিজের আগে মাথায় রাখতে চান না মুশফিক।
“তিন বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে।

ওদের কম্বিনেশনেও অনেক পরিবর্তন এসেছে। আমাদের দলে পরিণত খেলোয়াড়ও বেড়েছে। আগে কি হয়েছে সেটা ভেবে লাভ নাই। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। ওডিআই সিরিজে ওদের হারানো সহজ হবে না।

তবে ওদের হারানো অসম্ভবও না, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ওদের হারানো সম্ভব। ”
তিন বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে জানিয়ে তিনি বলেন, “আগের চেয়ে আমাদের ওডিআই স্কোয়াড অনেক ব্যালেন্সড। আমাদের দলে এখন পারফরমারের সংখ্যা এখন অনেক বেশি। চাপ থাকলেও আমাদের সবারই আত্মবিশ্বাস আছে; দলের প্রয়োজন হলে কেউ না কেউ ঠিকই দাঁড়িয়ে যাবে। ”
মুশফিক জানালেন প্রতিটা ম্যাচই জেতার চেষ্টা করবে বাংলাদেশ।

তবে এখন দলের ভাবনা প্রথম ম্যাচ নিয়ে। সেটা জিততে পারলে চেষ্টা করবেন পরের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার।
গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের বেদনা এখনো পোড়ায় মুশফিককে।
“আমরা অনেকদিন পর ওয়ানডে খেলছি।

এটা বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। জিম্বাবুয়েতে আমরা অনেক বাজে সিরিজ খেলেছি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি নাই। সেই হতাশাকে পেছনে ফেলার এটা একটা ভালো সুযোগ। আশা করি এটা কাজে লাগাতে পারবো।


স্লগ ওভারে বোলিং নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানান মুশফিক।
“আমাদের চেষ্টা থাকবে নিয়মিত বিরতিতে উইকেট নেয়া। আঁটোসাটো বোলিং করা। ”
ভক্তদের মাঠে এসে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে মুশফিক বলেন, “রাজনৈতিক ব্যাপারটা শুধু ক্রিকেট কেন আমাদের পুরো বাংলাদেশের জন্য খুব একটা ভালো কিছু না। আশা করি শিগগির সব ঠিক হয়ে যাবে।

আমরা প্লেয়াররা খেলবো আর মাঠে দর্শকরা এসে আমাদের সমর্থন দেবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।