২০১০ সালে প্রথম বাংলা ওয়াশের পর নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে অনেক ডান হাত, বাম হাত, অজুহাত দেখানো হয়েছিলো। সেই সময় বলা হয়েছিলো যে তারা নাকি পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে আসতে পারেনি, নতুন খেলোয়াড়দের খেলিয়ে তারা নাকি পরিক্ষা করে দেখেছিলো, বাংলাদেশ কন্ডিশনের ফায়দা নিয়েছিলো, ওই সিরিজটা নাকি একটা ফ্লুক ছিলো, ইত্যাদি....ইত্যাদি!!!
তো এবার তারা করলো কি, বাংলাদেশে খেলতে আসার আগে তারা শ্রীলংকাতে কন্ডিশনিং ক্যাম্প করে পূর্ণ শক্তির দল নিয়ে আসলো। শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটলো?? ফলাফলে কি কোন পরিবর্তন আসলো? এবার তোরা কি বলবিরে ভাই?
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় তরা ডরায়ছিলি? নাকি বাংলাদেশের খাওন তগো পেটে হজম হয় নাই??? বাই দ্যা ওয়ে, এইবার কিন্তুক আমরা পূর্ণ শক্তির দল নিয়া খেলি নাই! সাকিব কিন্তু খেলে নাই!
তগো র্যাঙ্কিংয়ে আমাগো আগে থাকার কুনো যুক্তি নাই!
আমাগো কাছে হারবো এই ডরেই কি আইসিসি বাংলাদেশের ম্যাচের সংখ্যা কমায়া দিছে??? কোন যুক্তিতে ভারত অন্য সবার থেকে বেশী ম্যাচ পায়???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।