আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে সিরিজ নিউ জিল্যান্ডের

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। তৃতীয় ম্যাচটি নাটকীয় 'টাই' হওয়ায় ভারতের ফেরার সম্ভাবনা জেগে ওঠে। কিন্তু মঙ্গলবার স্বাগতিকদের এই জয়ে সব আশা শেষ হয়ে গেল ভারতের।

হ্যামিল্টনে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ জাদেজার তিনটি অর্ধশতকে ৫ উইকেটে ২৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

৯৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে রোহিতের ৭৯ ও অম্বাতি রাইডুর ৩৭ রানের পরও ১৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত।



সেখান থেকে অতিথিদের পৌনে তিনশ' রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ধোনি ও জাদেজার। ষষ্ঠ উইকেটে ১০১ বলে ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এ দুজন।

৭৯ রানে অপরাজিত ধোনির ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। জাদেজার ৫৪ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ২টি ছক্কায়।

নিউ জিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৩৬ রানে ২ উইকেট নেন।



জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।

জেসি রাইডারের (১৯) সঙ্গে মার্টিন গাপটিলের (৩৫) ৫৪ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়।

৪ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও কেন উলিয়ামসনের (৬০) সঙ্গে ১৩০ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (অপরাজিত ৪৯) সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের চমৎকার দুটি জুটি উপহার দিয়ে দলকে সহজ জয় এনে দেন ম্যাচ সেরা টেইলর।

নবম ওয়ানডে শতক পাওয়া টেইলর অপরাজিত থাকেন ১১২ রানে। তার ১২৭ বলের ইনিংসে ছিল ১৫টি চার।



অন্যদিকে, সিরিজ হেরে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে ভারতকে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৪-১-এ ব্যবধানে হারানোয় শেষ ম্যাচে জিতলেও শীর্ষস্থান ফেরত পাবে না ধোনিরা।

ওয়েলিংটনে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। সীমিত ওভারের এই সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দল দু’টি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ২৭৮/৫ (রোহিত ৭৯, কোহলি ২, রাহানে ৩, রাইডু ৩৭, ধোনি ৭৯*, অশ্বিন ৫, জাদেজা ৬২*; সাউদি ২/৩৬, উইলিয়ামসন ১/২৬, মিলস ১/৪২, বেনেট ১/৬৭)

নিউ জিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮০/৩ (গাপটিল ৩৫, রাইডার ১৯, উইলিয়ামসন ৬০, টেইলর ১১২*, ব্রেন্ডন ৪৯*; অ্যারন ১/৫১, সামি ১/৬১)

ম্যাচ সেরা: রস টেইলর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।