সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজারে শনিবার রাতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে স্থানীয় কেজি স্কুলসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝিনাইদহে ৯ বাড়ি ও ৩টি গরু ভস্মীভূত : সদর উপজেলার কুটিদুর্গাপুর গ্রামে গতকাল সকালে অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি, ৩টি গরু, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা। ঠাকুরগাঁওয়ে ২৫০ ঘর পুড়ে ছাই : পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামে ৮০ পরিবারের ২৫০ ঘর পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সাপাহারে আগুনে পুড়ে গরুর মৃত্যু : গতকাল ভোরে অগ্নিকাণ্ডে নওগাঁর সাপাহার উপজেলার হাড়িপাল গ্রামের আরিফ উদ্দীনের বসত ঘর ও দুটি গরু পুড়ে গেছে। অপরদিকে শনিবার সন্ধ্যায় উপজেলার লালচান্দা গ্রামের ৩টি বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে দুই দোকান পুড়ে ছাই : শনিবার চৌহমুহনা এলাকার জাহিদ ম্যানশনের রাব্বি স্টোর ও একটি কাপড়ের দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শিবচরে ৬ বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই : গতকাল ভোরে শিবচর উপজেলার ওহাব দারোগার বাড়িতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর, দুটি অটোরিকশা ও একটি ছাগল পুড়ে গেছে। এ সময় শিশুসহ দুই নারী দগ্ধ হয়েছে।
তাদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিনাজপুরে চাতাল মিলে আগুন : শনিবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জে কনুয়া পূর্বপাড়া গ্রামের কলিমউদ্দীনের বাড়িতে অগ্নিকাণ্ডে ৯ ঘর ভস্মীভূত ও দুটি গরু মারা গেছে। অপরদিকে, ওই একই রাতে ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড় এলাকায় মোজাম মিয়ার চাতাল গোডাউন আগুনে পুড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।