ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর ডোমারে ১৪টি পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলোর। আজ শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ঐ গ্রামের কৃষক হামিদুল ইসলামের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ১৪ টি পরিবারের অন্তত ৩০ টি ঘর ও ঘরে রাখা ধান, চাল, ৭টি গরু, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে যায়।
পরে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।