এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যাপটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য আলাদা অ্যাপ বানিয়েছে মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও আইওএস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যাপটির মাধ্যমে তথ্য আদানপ্রদানকে নিরাপদ বলেই জানানো হয়েছে। এতে দূর থেকেও ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে হাই কোয়ালিটি ভিডিও ও মিউজিক শোনার ব্যবস্থা আছে। আইওএস ভার্সনের মাধ্যমে বড় পর্দায় দেখানো যাবে উইন্ডোজ পিসির ছবি ও বিভিন্ন ফাইল।
এখনও আনুষ্ঠানিকভাবে অ্যাপটি নিয়ে প্রচারণা শুরু করেনি মাইক্রোসফট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।