জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক
গবেষকদের বক্তব্য এই যে, রবিন্দ্রনাথের “ভারততীর্থ” কবিতাটি সুফী বুযুর্গ কবি মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনার কবিতার নকল। যেটি পরে প্রমাণিত হয়েছে। যথা:
সুফী বুযুর্গ কবি মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনার কবিতা:
“বায্ আঁ, বায আঁ
হর আঁচে হাস্তী বায আঁ।
গর কাফির গর গবর ওয়া
বোত পরস্তী বায আঁ।
ইঁ দরগাহে মা দরগাহে
না উমেদ নীস্ত।
ছদবার গর তাওবাহ শিকস্তী বায আঁ।”
আর রবীন্দ্রনাথ লিখেছে-
“এসো হে আর্য, এসো অনার্য
হিন্দু মুসলমান,
এসো এসো আজ তুমি ইংরাজ
এসো এসো খ্রিস্টান।
মা’র অভিষেক এসো এসো ত্বরা
মঙ্গলঘট হয়নি যে ভরা
সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে
এই ভারতের মহামানবের সাগরতীরে।
(যা পরে দৈনিক বাংলাবাজার, তাং ১/৫/১৯৯৭ইং পত্রিকায় প্রকাশ পায়)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।