আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে মুক্তিযোদ্ধার জমিতে পৌর মেয়রের মার্কেট

ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধার প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৬০ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোহাম্মদ ফয়েজ। এ নিয়ে সুপ্রিমকোর্টে মামলা হলে আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে দোকান নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে। এ দখল প্রক্রিয়ার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে পৌর মেয়র বলেন, বাজারের জায়গাটি সরকারি।

পৌরসভা ইউজিপ প্রকল্পের আওতায় জায়গাটি ভরাট করেছে। এখানে দোকান করা হয়েছে। মমিন উদ্দিন জাল ডিক্রি করে জালিয়াতি করছেন। আমি কারও জায়গা দখল করিনি। জনগণের স্বার্থেই সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করছি।

ভাঙ্গা পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু জানান, বাজারের জায়গাটি সিএন্ডবির। আমরা তাদের কাছ থেকে লিজ নিয়ে প্রায় এক কোটি টাকার মাটি ফেলে ভরাট করেছি। মমিনউদ্দিন হিন্দুদের সম্পত্তি মিথ্যা দলিল করে নিয়েছেন। এ জালিয়াতির জন্য তার বিরুদ্ধে মামলা করা হবে। এলাকাবাসী জানান, ভাঙ্গা বাজারের কাছে ডোবানালাসহ ৬০ শতাংশ জমি ১৯৫৮ সাল থেকে স্থানীয় দারাজউদ্দিন ভোগদখল করে আসছিলেন।

পরবর্তীতে দারাজউদ্দিন তার ছেলে মুক্তিযোদ্ধা শেখ মমিন উদ্দিনের নামে জমিটি লিখে দেন। মমিন সেখানে একটি ঘর তুলে বসবাস এবং জলাশয়ে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি জমিটির ওপর নজর পড়ে ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোহাম্মদ ফয়েজের। তিনি জমির দখল নিতে লোকজন দিয়ে হুমকি-ধমকি দেন মমিন উদ্দিনকে। জমি ছেড়ে না দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

মমিন এর প্রতিকার চেয়ে বিভিন্ন জনের কাছে ধরনা দিলেও তার পাশে দাঁড়ায়নি কেউ। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্দীয় পরিচয় দেওয়ায় মেয়রের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। মমিনের অভিযোগ, সম্প্রতি পৌর মেয়র তার পুরো জায়গাটি ভরাট করে ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে তিনি প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে দেওয়া হয় মিথ্যা মামলা।

থানায় অভিযোগ করতে গেলে মেয়রের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। মমিন আরও অভিযোগ করেন, মেয়র ফয়েজ ও তার লোকজন হুমকি দিয়ে বলেছেন, জমি নিয়ে ঝামেলা না করার জন্য। তারা জোর করেই তার জমি দখলে নেবে। বিষয়টি সুরাহার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মমিন।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.