ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় জগাইরহাট গ্রামে দুবাই ফেরত্ এক প্রবাসীর ঘরে দূর্ধর্ষ ডাকাতী সংগটিত হয়েছে। গতকাল দিবাগত গভীর রাতে অগ্নে ও দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান মালামাল সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে ধাড়ালো অস্ত্রের কোপে অলি (২৯), গৃহবর্ধ শিউলি বেগম (২৬) ও সুরমা বেগম (২২) ৩ জন জখম করেছে। আজ সকালে আহত ৩ জনকে চিকিত্সার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে।
আহত অলি ও তার স্বজনরা জানায়, কুরবানির ঈদের পূর্বে জগাইরহাট গ্রামের জলিল হাওলাদার দুবাই থেকে বাড়ী ফেরার খবর পেয়ে গতকাল রাত ২টার দিকে ১৫/১৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে এলোপাতারি মারধর শুরেু করে। এসময় চিত্কার করলে ডাকাতরা তিনজনকে কুপিয়ে আহত করে নগদ ৭৬ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।