আমাদের কথা খুঁজে নিন

   

রাজাপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরের আদাখোলা গ্রামে নাসরিন জাহান কলি নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল রাত ১০টার দিকে রাজাপুর থানা পুলিশ লাশ উদ্ধারের পর আজ সকালে ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে।

কলি আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আজম খানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

শফিউল আজম খান জানান, গতকাল দুপুরে মেয়েকে একা রেখে তারা বাড়ির পার্শ্ববর্তী একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে রাতে বাড়িতে ফেরার পর মেয়ের সারাশব্দ না পেয়ে কৌশলে ঘরে প্রবেশ করে মেয়েকে আড়ার সাথে ঝুলতে দেখতে পান। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছেনা। পোর্স্টমর্টেম রিপোর্টের পর এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যাবে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.