ঝালকাঠির রাজাপুরের ৪৪ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৩ জন শিক্ষক ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না।
জানা গেছে, ৪১টি রেজষ্ট্রিার, ২টি কমিউনিটি ও ১ আনরেজষ্ট্রিার প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষক গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলার গাজি আবুল হাসনাত, রুহুল আমিন খান ও আব্দুল খালেক আকনসহ একাধিক শিক্ষক অভিযোগ করেন, ২০১৩ সালের জানুয়ারিতে এসকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হলেও জুলাই মাস পর্যন্ত সরকারি হিসেবে কোন বেতন পায়নি। বর্তমানে বিভিন্ন দোকন থেকে বাকি ও ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে এবং পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুলাল কৃষ্ঞ হালদার বলেন, কি কারনে শিক্ষকরা বেতন পাচ্ছেন না তা আমার জান নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।