ঝালকাঠির রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামে আজ বিকেলে জালের বাঁশ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ফজলু হক হাওলাদারের ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে ফজলু হক (৪৫), তার ভাই নুরুল হক (৫৪) ও তার ছেলে জিয়া হাওলাদার (২০) আহত হয়েছে। অপরদিকে প্রতিপক্ষের জল মিয়া (৪৮) আহত হয়েছে বলেও দাবি করেছে তার স্বজনরা। আহতরা হাসপাতালে ভর্তি। এ ঘটনায় রাজাপুর থানায় ফজলু হকের ভাই নুরুল হক হাওলাদার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, জালের বাঁশ নেওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরে ফজলু হক এবং তার প্রতিপক্ষ জল মিয়া ও জল মিয়ার ছেলে আমির হোসেনের সাথে থাকাটাকাটির এক পর্যায়ে ফজলু হককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বাধা দিতে এলে জিয়া ও তার বাবা নুরুল হক হাওলাদারকেও মারধর করে। পরে বিকেলে জল মিয়ার ভাগ্নে আলমগীর ও মিরাজ দলবল নিয়ে এসে ফজলুর ঘরে হামলা চালিয়ে দরজা, জানালা ভাঙচুর করে ঘরের মালামাল তছনছ করে দেয়। এ বিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার এএসআই শাহ আলম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।