নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো ।
বাংলাদেশের ১৬ কোটি মানুষের জীবন থেকে সম্মিলিতভাবে (৩৭X১৬,০০০,০০০)= ৫৯২০০০০০০০ টি সম্ভাবনাময় মিনিট চলে গেল। বছরের হিসাবে ১১,৪১৯ বছর।
এগার হাজার চারশ উনিশ বছরে মানব সভ্যতা সেই আদিম যুগ থেকে চলে এসেছে আধুনিক ন্যানো টেকনোলজির যুগে, আর এই সময়টায় আমাদের দেশের কর্ণধারেরা একটা সাধারণ সমস্যার সমাধান না খুঁজে শুধু অপরের ফাঁক ফোঁকর খোঁজার চেষ্টা করলেন।
কেউ হয়তোবা বলবেন ইহা একটি আজগুবি স্ট্যাটিস্টিকস। সময়ের হিসাব এইভাবে হতে পারেনা। জী, ইহা আজগুবি, কিন্তু দেশের দুই কর্ণধারের কথোপকথনের চেয়ে অনেক বেশী বাস্তবসম্মত।
এই দুঃখ কই রাখি! ওরে, কেউ আমারে একটা বস্তা দে, দুঃখ ঠেইল্যা ভরার চেষ্টা করি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।