আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা বেশ্যা- (নাসির শ্রাবন)

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

খোদার কসম-বেশ্যাকে শেখাবো প্রেম বেশ্যা কিনা নেমেছে শেখাতে শরীর! তাহার বক্ষ বন্ধনির যত কৌশল মন-মন্তে তাহার গিলে খাওয়ার বাসনা। আমি ও পিছু হাটবার পাএ নই কামে মও হয়ে -ভুলে যাবাতো নয়ই! শুধু একবার শেখাতে চাই প্রেম বুঝুক সে দেহ থেকে প্রেম পরমানন্দের! বলে কিনা - বাবু হাতে সময় নেই পেট মোটা বাবু অপেক্ষায় যে আমি বলি চোখে রাখো চোখ প্রেমহীন দেহ দান আজ মেকি হউক! আমি দেহ চাই না - প্রেম চাই দিবে? সে বলে কিনা- সে দেখা যাবে ! তারপর চলে যায় সে- শুধু রেখে যায় কামহীন কামুকতার হাসি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।