বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তাদেরকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শীর্ষ নেতারা। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তারা এ বৈঠক করেন।
এর একদিন আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে সিপিবি ও বাসদ নেতারা। তারা চলমান রাজনৈতিক সংকট সমাধানে তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে নেতারা বলেন, দেশের স্বার্থে সমাঝোতার জন্য বিএনপিকে জামায়াতের সংশ্রব ত্যাগ করা উচিৎ।
পাশাপাশি আওয়ামী লীগেরও তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দেওয়া উচিৎ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।
দল দু'টির নেতারা বলেন, রাজনৈতিক অচলবস্থা ও সঙ্কটের অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। এটা প্রশয় দেওয়া মানে বাংলাদেশের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করা।
বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।