আমাদের কথা খুঁজে নিন

   

বিডিয়ার বিদ্রোহে সরকার জড়িত হতেন যদি- নিহত সেনা অফিসারের নামের তালিকায় গোলাম আজম পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর নাম থাকতো।

সত্য পথের অনুসন্ধানি

বিডিয়ার বিদ্রোহে সরকার জড়িত হতেন যদি- #নিহত সেনা অফিসারের নামের তালিকায় গোলাম আজম পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর নাম থাকতো। #সাবেক আইজিপি নুর মোহাম্মদ এর মেয়ের জামাই ক্যাপ্টেন মাজহার না থাকতো। #ভুমিধ্বস বিজয়ের ৫০ দিনের মাথায় না হতো। #সরকারের আরো ১০১ প্রকারের দমনের স্কোপ ছিল। যেখানে এক কলমের খোঁচায় ৫০ জনকে বরখাস্ত করা যায়, খাগড়াছড়ি পাঠানো যায়।

পদ থেকে বরখাস্ত হওয়া মাত্রই তারা আমি বা আপনার মতো সাধারণ । #নিহত সেনা অফিসারের মধ্যে ৫৫ জন প্রগতিশীল রাজনৈতিক পরিবারের সদস্য। সরকার বিরোধী ছিলেন না। আসলে এ সব নিয়ে যা বলা হচ্ছে তা মনের মাধুরী নিয়ে বানানো ফেন্টাসী গল্প। কিছু তথ্য জোড়া দিয়ে বিশ্বাস যোগ্য গল্প বানানো এখন অনেক সহজ কাজ।

উইকিলিকস এ যা দেয়া আছে সে গুলা হলো রাষ্ট্রদুতের তার বার্তা- তিনিও সেখানে কাউকে দায়ী করে কিছু বলেন নি। হাওয়ায় ভাসা নিউজ গুলাকে তিনি জানিয়ে রেখেছিলেন রুটিন দায়িত্ব হিসাবে। বাম- জামাত -শিবির অথবা ফেসবুক সেলিব্রেটি হতে চাওয়া চিংকুদের তথ্য যাচাই করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.