আনসার বিদ্রোহ ১৯৯৪ :
১৯৯৪ সালের ১লা ডিসেম্বর !
দেশব্যপী শুরু হয় আনসারদের সশস্ত্র বিদ্রোহ !
সূত্রপাত : আনসার হেডকোয়ার্টার !
তারা প্রায় ৪০ জন সেনা অফিসার ও তাদের পরিবারকে জিম্মি করে !
মুল দাবী : সেনা অফিসার প্রত্যাহার করা ও সুযোগ সুবিধা বৃদ্ধি !
তারা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে চায় !
কিন্তু খালেদা জিয়ার স্পষ্ট নির্দেশ ছিলো অস্ত্র সমর্পণ না করলে কোনো আলোচনা নয় !
তিনি কোনো রাজনীতিবিদকে না পাঠিয়ে পাঠালেন সাবেক আনসার চীফ এম মাহবুবকে !
সাথে একঝাঁক গোয়েন্দা ও পুলিশবাহিণী !
আকাশে পাঠিয়েছেন দুটি জঙ্গীবিমান !
বাইরে প্রস্তুত রেখেছেন সামরিক আক্রমণ !
এম মাহবুবের সাথে আলোচনা ফলপ্রসু না হওয়ায় সাথে সাথেই আক্রমণের নির্দেশ দিলেন জানমালের ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়িয়ে হোক আনসার বা হোক সেনা অফিসারদের !
ফলাফল : সেই অভিযানে মাত্র ৪ জন বিদ্রোহী মারা যায় ও ১৫০ জন আহত হয় !
ব্যর্থ হয় আনসারদের সশস্ত্র বিদ্রোহ !
বিডিয়ার বিদ্রোহ ২০০৯:
২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী !
দেশজুড়ে বিডিয়ারদের সশস্ত্র বিদ্রোহ !
সুত্রপাত বিডিয়ার হেডকোয়ার্টার পিলখানা !
মূল দাবী : বিডিয়ার থেকে সেনা অফিসার প্রত্যাহার করা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি !
তারা সেনা অফিসার ও তাদের পরিবারদের জিম্মি করে রেখেছে !
তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় !
বিদ্রোহীদের সাথে আলোচনা করে সাধারণ ক্ষমা ঘোষণা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা !
সেনা ,গোয়েন্দা,র্যাব বা পুলিশকে না পাঠিয়ে পাঠালেন রাজনীতিবিদদের !
ফলাফল : ৫৭ জন চৌকস সেনা অফিসারের অকাল মৃত্যু ও তাদের পরিবারের সদস্যদের শারিরীক নির্যাতন ও লুটতরাজ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।