আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে সংঘাত ও সন্ত্রাসের স্থান নেই

আপনারা মুসলমান ভাইদের হক আদায় করুন। যেমনিভাবে বর্ণনা করেছেন রাব্বুল আলামিন ও প্রিয় নবী (সা.)। আল্লাহপাক ইরশাদ করেন, 'মুমিনগণ পরস্পর ভাই ভাই। ' হজরত ওমর (রা.) হতে বর্ণিত; রাসূলে পাক (সা.) বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই- একে অন্যের প্রতি অত্যাচার করবে না। একে অপরকে শত্রুর কাছে সোপর্দ করবে না।

যে কেউ ভাইয়ের অভাব মোচন করবে, আল্লাহ তার অভাব মোচন করবেন।

রাসূলে পাক (সা.) বলেন- পূর্ণ মুসলমান ওই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদে থাকে। রাসূলে পাক (সা.) ফরমান- মুমিনের প্রতি মুমিনের ছয়টি হক। অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে জানাজায় যাওয়া, ডাকলে সাড়া দেওয়া, সাক্ষাতে সালাম দেওয়া। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলার পর ইয়ারহামুকুল্লাহ বলা, উপস্থিত-অনুপস্থিত সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা।

ইসলামে কোনো ধরনের সংঘাত ও সন্ত্রাসের স্থান নেই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা ইসলামের প্রতি অবিচার করে। যারা সহিংসতা ছড়ায় ও যুবকদের ভুল পথে পরিচালিত করে, তারা মহান ধর্মের শিক্ষার বিরুদ্ধে কাজ করে। কোরবানির শিক্ষা হলো ভোগের নয়, ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়া। পশু জবাই করার সঙ্গে নিজের ভেতরের পশুত্বকে জবাই করা।

আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ধর্মীয় বিধান মেনে চলা এবং ধর্মীয় শিক্ষার বাস্তবায়ন আবশ্যক। ইসলামের চেতনা হচ্ছে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।