আমাদের কথা খুঁজে নিন

   

সমতা ফেরাল পাকিস্তান

শারজায় নাটকীয় প্রথম ওয়ানডেতে মাত্র এক রানে হারের স্মৃতি! দুবাইয়ে দ্বিতীয় ওয়ানডেতেও আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যাওয়ায় তাই কিছুটা চিন্তিত দেখাচ্ছিল পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে। তবে শেষ পর্যন্ত সেই মুখে হাসি ফুটেছে। ওই রান তাড়া করতে নেমেই দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে ১৪৩ রানে। ৬৬ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন শহিদ আফ্রিদি।


প্রথম ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ ৫৮ রান করেছিলেন আহমেদ শেহজাদ। কালও করলেন ৫৮ এবং সেটাই দলের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাকলারেন ৪টি ও মরকেল নিয়েছেন ৩টি উইকেট।
তাড়া করতে নেমে অর্ধশতকের দেখাই পাননি কোনো প্রোটিয়া ব্যাটসম্যান। সর্বোচ্চ অপরাজিত ২৯ ম্যাকলারেনের।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান ও আফ্রিদি নিয়েছেন ৩টি করে উইকেট। টেন ক্রিকেট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.