আজকের ম্যাচটি জিতলেই ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিতে পারত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সফলতা পায়নি টাইগাররা। ৭৫ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে জিম্বাবুয়েকে জয় এনে দিয়েছেন শেন উইলিয়ামস। ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ৬ উইকেটের এই জয় দিয়ে সিরিজেও ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে ব্রেন্ডন টেলরের দল।
আজ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের পঞ্চম ওভারে ১৫ রান করা হ্যামিল্টনকে সাজঘরে ফেরান শফিউল ইসলাম। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন ভুসি সিবান্দা ও সিকান্দার রাজা। ইনিংসের ১৭তম ওভারে এই জুটি ভেঙ্গে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব আল হাসান। ৪৯ রানের লড়াকু ইনিংস খেলে ফিরে যান সিবান্দা।
পরের ওভারে ২৩ রান করা সিকান্দার রাজার উইকেটও তুলে নেন শফিউল। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে দেন অধিনায়ক ব্রেন্ডন টেলর ও শেন উইলিয়ামস। ৩৫তম ওভারে এই জুটি ভেঙ্গে আবারও বাংলাদেশ শিবিরে আশার সঞ্চার করেন জিয়াউর রহমান। কিন্তু এরপর বাংলাদেশি বোলারদের আর কোন সুযোগ দেননি উইলিয়ামস ও ম্যালকম ওয়ালার। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটসম্যান।
উইলিয়ামস ৭৮ ও ওয়ালার ৩৯ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন রাজ্জাক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।