বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এফবিসিসিআইয়ের নেতৃত্বে ব্যবসায়িক নেতারা সাক্ষাৎ করবেন। আজ শনিবার রাত ৮টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার দেশের বিরাজমান রাজনৈতিক কর্মসূচিতে উদ্ভূত অর্থনীতির পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই সংবাদ সম্মেলন করেছিল। সেখানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছিলেন, আমরা দুদলের নেত্রীকে পত্র দিয়েছি। ওনারা আমাদের সময় দিলে এ বিষয়ে কথা বলবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।