আমাদের কথা খুঁজে নিন

   

তোমার চুলের ক্লিপ

এটা আমার রাজত্ব

চারপাশে কোলাহল, ব্যাস্ত রাস্তা, ব্যাস্ত সবাই, চলে যাচ্ছে সবাই নিজ নিজ গন্তব্যে। আমি একা দাঁড়িয়ে এক চায়ের দোকানে, আলসে আমায় দেখে বিরক্ত দোকানীর তাড়ার ছল। আমার মত আরেকজন আছে রাস্তার ওপারে... সে তুমি। বিষণ্ণ চোখে তাকিয়ে আছ গাছের সবুজের দিকে। আর আমি অপলকে তাকিয়ে আছি তোমার দিকে।

হঠাত ছন্দপতন... এক ভিক্ষুকের আগমন। দায়সারা ভাবে পকেটে থাকা ছেঁড়া দুই টাকার নোট যেন আকুলি বিকুলি করছিল মুক্তির আশায়। তাকে মুক্তি দিয়েই দিলাম তোমাকে দেখার জন্যে। কিন্তু একি! কোথায় হারালে তুমি? স্তত পার হয়ে চলে গেলাম রাস্তার ওপারে, খুজলাম তোমায় হয়ে হন্যে। চোখে পড়ল তোমার চুলের ক্লিপ গড়াচ্ছে ধুলায়।

তুলে নিলাম তা... পরবর্তীতে দেখা হলে কথা বলার সুযোগ হবে সেই আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.