আমাদের কথা খুঁজে নিন

   

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিবিদদের অবসরের বয়সসীমা থাকা উচিত। আসুন যোগাযোগমন্ত্রীর এই বক্তব্যের স্বপক্ষে বা বিপক্ষে আমরা সবাই আমাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটাই।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে, রাজনীতিবিদদের অবসরের বয়সসীমা থাকা উচিত। তিনি আরও বলেছেন যে, শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত কোন রাজনীতিবিদ অবসরে যান না। তার মতে, সরকারীভাবে এবং দলীয় পর্যায়ে এর চর্চা হওয়া উচিত। আমি মনে করি অত্যন্ত কঠিন একটি সত্য কথা বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদের।

আমরা সাধারণ মানুষেরা বহুবার বহু অনাকাংখিত ঘটনার মুখোমুখি হয়ে এর বাস্তবতা উপলব্ধি করলেও এর বাস্তবায়ন কখনও ঘটেনি এদেশের রাজনীতিতে। কারণ, সাধারণের চাওয়া-পাওয়ার উপর নির্ভর করে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের কর্মপন্থা বা ভবিষ্যত নির্ধারণ করেন না। যদিও তারা অহরহ বলে থাকেন যে, তারা দেশের জন্য ও দেশের জনগণের কথা চিন্তা করে অর্থাৎ জনগণের কল্যাণের কথা ভেবে রাজনীতি করেন। কিন্তু নিজেদের এই বক্তব্যের উল্টো পিঠটা নিয়ে তারা কখনও ভাবেন না। সেটা হলো জনগণকে কিছু দেয়ার বা জনগণের জন্য কিছু করার ক্ষমতাও এক সময় মানুষের লোপ পায় বা কমে আসে।

সেই অবস্থায় ক্ষমতার চেয়ার বা দলীয় পদ আঁকড়ে থাকার যৌক্তিকতা কতটুকু ? যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঠিক এটাই উপলব্ধি করেছেন। এখানে বলতে দ্বিধা নেই যে, বর্তমান সরকারের মন্ত্রীসভার এই একজন মন্ত্রীকে এখনও আমার নিকট সজ্জন বলে মনে হয়, যিনি নিজের কাছে নিজের স্বচ্ছতায় বিশ্বাসী। তাই দ্বিধাহীন চিত্তে উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি অবলীলায় নিজেদের সম্পর্কে চরম সত্যি একটি কথা বলতে পেরেছেন। তার এই কথা হয়তো তার সহকর্মী রাজনীতিবিদদের অনেকেরই ভালো লাগবে না। এই ভালো না লাগার কারণেই অনেকের সৎ চিন্তা বা ইচ্ছের বাস্তবায়ন সম্ভব হয় না।

এ প্রসংগে একটু পেছন দিকে ফিরে যাই। আমাদের হয়তো অনেকের মনে আছে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার তার নিজের এমন একটি উপলব্ধির কথা জনসমক্ষে প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এর কোন বাস্তবায়ন আমরা দেখিনি। শেখ হাসিনা যদি সেদিন তার উপলব্ধির বাস্তবায়ন ঘটাতে সক্ষম হতেন তাহলে আজ এর একটি নজীর সৃষ্টি হতো, যেটাকে হয়তো কেউ কেউ অনুকরণও করত। যাই হোক।

মন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধুবাদ জানাতেই হয় তার এমন একটি দ্ব্যর্থহীন উচ্চারণের জন্য। আমরা আশা করতে পারি যে, যথাসময়ে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি অন্তত তার উপলব্ধির একটি নজীর তৈরী করবেন তার উত্তরসূরীদের জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.