নিহত মোস্তাফিজুর রহমান মুকুল (৪০)একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। পরিবার নিয়ে সাভারের নবীনগরে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুকুলের মৃত্যু হয়।
মুকুলের সহকর্মী নারিউদ্দিন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার অফিসের কাজে আরেকজন সহকর্মীকে নিয়ে সাভারের নবীনগর থেকে ধোলাইখাল এসছিলেন মুকুল।
সন্ধ্যার পর ধোলাইখাল থেকে একটি অটোরিকশা নিয়ে তারা নবীনগরের উদ্দেশ্য যাত্রা করেন।
“রাত ১০টার দিকে সাভার ক্যান্টনমেন্ট পাটবিলক স্কুলের সামনে পৌঁছালে চার থেকে পাঁচ জন হরতাল সমর্থক অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ”
এতে মুকুলের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে মুকুলের স্ত্রী দিনাকে আহাজারি করতে দেখা যায়।
“আমার স্বামী কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তার কি দোষ ছিল?,” কাঁদতে কাঁদতে বলছেন তিনি।
তাদের দুই মেয়ে রয়েছে বলে জানান দিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।